একসঙ্গে ৬০০ ড্রোন ওড়িয়ে ট্রেলার প্রকাশ

Passenger Voice    |    ১০:২৮ এএম, ২০২২-১১-০৬


একসঙ্গে ৬০০ ড্রোন ওড়িয়ে ট্রেলার প্রকাশ

২০০৯ সালে অ্যাভাটারের প্রথম সিনেমা মুক্তির প্রায় এক যুগ পর এ বছর মুক্তি পাচ্ছে এর সিক্যুয়েল আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি। মুক্তি উপলক্ষে বুধবার (২ নভেম্বর) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

২ মিনিট ২৮ সেকেন্ডের ট্রেলারে পানির নিচে প্যান্ডোরার জনগণকে দেখা গেছে। মুক্তির আগে সিনেমার ট্রেলার দিয়েই দর্শকের ভিজুয়াল এক্সপেরিয়েন্সকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্যামেরন।

সবচেয়ে বড় চমক দেখেছে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তের মানুষেরা। ট্রেলার প্রকাশ উপলক্ষে নায়াগ্রা জলপ্রপাতে লাইট শো-র আয়োজন করা হয়। ৬০০ ড্রোন উড়িয়ে ফুটিয়ে তোলা হয় ‘অ্যাভাটার’ নামটি। প্রজেক্টরের মাধ্যমে ছবির এমন কিছু দৃশ্য দেখানো হয়, যা আগে কখনো সাধারণ মানুষের সামনে আসেনি।

ছয় মাস আগে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর টিজার। এ সিনেমার চারটি সিক্যুয়েল হবে। যার প্রতিটির কেন্দ্রে থাকবে সুলি পরিবার। প্রতিটি গল্প হবে আলাদা এবং সব কটির শেষটাও হবে ভিন্ন। আবার চারটি মিলে তৈরি হবে একটি মহাকাব্যিক কাহিনি।

এবারের সিক্যুয়েলে যুক্ত হয়েছেন কেট উইন্সলেট। যিনি জেমস ক্যামেরনের বিখ্যাত সিনেমা ‘টাইটানিক’-এর নায়িকা। আরও রয়েছেন স্টিফেন ল্যাং, সিগার্নি ওয়েভার ও ভিন ডিজেলের মতো তারকারা।

প্যা.ভ/ম